আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

প্রতিরোধের মুখে ১২ মনিপুরি যোদ্ধাকে ছাড়লো ভারতের সেনাবাহিনী

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৫ জুন ২০২৩ @ ১১:২৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ জুন ২০২৩@১১:২৪ পূর্বাহ্ণ
প্রতিরোধের মুখে ১২ মনিপুরি যোদ্ধাকে ছাড়লো ভারতের সেনাবাহিনী

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

নারীদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপের প্রতিরোধের মুখে পড়ে মনিপুরের ইথাম গ্রামে ১২ জন যোদ্ধাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে ভারতের সেনাবাহিনী। এক বিবৃতিতে, সেনাবাহিনী জানিয়েছে, বেসামরিক প্রাণের ঝুঁকি তৈরি না করে প্রায় একদিন ধরে চলা অচলাবস্থা নিরসনে যোদ্ধাদের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার সকালে ইথাম গ্রামে মাইতি সম্প্রদায়ের ১২ ক্যাডারকে আটক করে ভারতের সেনাবাহিনী। তাদের ছাড়িয়ে নিতে অবরুদ্ধ করে ফেলে স্থানীয়রা। প্রায় দেড় হাজার সংঘবদ্ধ মানুষ প্রতিরোধে যোগ দেয়। মূলত নারীরাই এর নেতৃত্ব দিয়েছে। পরে রবিবার সকালে ওই ১২ ক্যাডারকে ছেড়ে দেয় সেনাবাহিনী।

ভারত সেনাবাহিনী জানিয়েছে ওই ১২ ক্যাডার মাইতি যোদ্ধা গ্রুপ কাঙ্গেলি ইয়ল কান্না লুপ এর সদস্য। তারা ২০১৫ সালে ৬ ডোগরা ইউনিটসহ বেশ কয়েকটি হামলার ঘটনার সঙ্গে জড়িত। তাদের মধ্যে স্বঘোষিত লে. কর্নেল মইরাংথেম থাম্বা ওরফে উত্তম নামে এক পলাতক সন্ত্রাসীও ছিল।

গত মে মাস থেকে ভারতের মনিপুর রাজ্যে মাইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘাত চলছে। এই সংঘাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights