আজ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তাসের ঘরের মতো ভেঙে পড়লো সেতু

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৫ জুন ২০২৩ @ ১০:৫১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুন ২০২৩@১২:০৬ অপরাহ্ণ
তাসের ঘরের মতো ভেঙে পড়লো সেতু

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন চার লেনের একটি সেতু হঠাৎ করে ভেঙে পড়েছে। গত রবিবার সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ে। তবে এতে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ওই সেতুটির নির্মাণকাজ ২০১৪ সালে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। সেতুটি বিহারের দুই জেলা সুলতানগঞ্জ ও খাগড়িয়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে।

সেতু ভেঙে পড়ার ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ভাগলপুর জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেন, হ্যাঁ আমি আগুয়ানি-সুলতানগঞ্জ নির্মাণাধীন সেতুর ৪-৫টি পিলার ভেঙে পড়ার তথ্য পেয়েছি। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে প্রশাসন।

তবে ঘটনাটির দিকে ইঙ্গিত করে রাজ্য বিজেপি প্রেসিডেন্ট সম্রাট চৌধুরী বলেছেন, নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারের সীমাহীন লুটপাটের কারণে সেতুটি ভেঙে পড়েছে।

গত বছরের ডিসেম্বরে বিহারের বেগুসরাই জেলার বুড়ি গন্দক নদীতে নির্মিত একটি সেতু দুই ভাগ হয়ে নদীতে পড়ে যায়। সংযোগ সড়ক নির্মাণ শেষ না হওয়ায় সেতুটি তখন বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।

ইডে/এসআর/তারিখ:০৫০৬২৩/১০:৪৮

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights