।।নিজস্ব প্রতিবেদক।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৪জুন) বেলা ১১ টার দিকে উপজেলার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ের সাথে মাইক্রোবাসটি ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার এসআই তাহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।
ফরিদপুর জেলা ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিডি হেডলাইন্সকে মুঠোফোনে জানান- ফায়ার সার্ভিস এবং পুলিশের একটা উদ্ধারকারী দল নিহত ব্যক্তিদের উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন।