আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ডোমার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন চঞ্চল

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ জুন ২০২৩ @ ০৮:৪৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুন ২০২৩@০৮:৫৪ অপরাহ্ণ
ডোমার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন চঞ্চল

মোসাদ্দেকুর রহমান সাজু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারীর ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করলেন ৩ বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর মরহুম এনায়েত হোসেন নয়নের ছোট ভাই এবাদত হোসেন চঞ্চল।রবিবার ১৮ জুন বিকেল ৩ টায় এলাকার মানুষকে সাথে নিয়ে আনন্দ মুখর পরিবেশে উপজেলা নির্বাচন কমিশনার আব্দুর রহিমের হাতে মনোনয়ন পত্রটি হস্তান্তর করেন তিনি।

উপ-নির্বাচনের বিষয়ে ৭ নং ওয়ার্ডের একাধিক ব্যক্তি জানিয়েছেন আমরা মরহুম এনায়েত হোসেন নয়নকে হারিয়ে চরম হতাশার মধ্যে ছিলাম। এরপর রুবেল কিছুটা অভাব পুরন করতে শুরু করেছিল কিন্তু দুঃখের বিষয় তাকেও আমরা ধরে রাখতে পারলাম না। এখন যেহেতু জনবান্ধব ২ কাউন্সিলের মধ্যে একজনও দুনিয়াতে বেঁচে নেই, সেই দিক থেকে আমরা এই উপ-নির্বাচনে একজন দক্ষ, চৌকস, শিক্ষিত এবং রাজনৈতিক পরিবারের সদস্য ও সকলের আস্থাভাজন এবাদত হোসেন চঞ্চলকে পেয়েছি। এই উপ-নির্বাচনে আমরা চঞ্চলকে বিজয়ী করে মরহুম নয়ন ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো বলে সকলেই আশাবাদী।

এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী এবাদত হোসেন চঞ্চল বলেন- আজকে এলাকাবাসীর সকলের মতামতের ভিত্তিতে আমি মনোনয়ন পত্র দাখিল করলাম। আজকে আমাকে যে ভাবে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে মনোনয়ন দাখিল করার জন্য এগিয়ে এসেছে। আগামী ১৭ জুলাই তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী আর আমি নির্বাচিত হলে আমার মরহুম ভাইয়ের অসমাপ্ত কাজগুলো এলাকাবাসীর সকলকে সাথে নিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, এই নির্বাচন করতে গিয়ে আমার পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আমার ভাইকে হারিয়েছি। এখন এলাকাবাসীই আমার একমাত্র সম্বল। পরিশেষে তিনি এলাকাবাসীর সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনা করেন এবং আগামী ১৭ জুলাই তাদের মূল্যবান ব্যালটের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনে মরহুম নয়ন ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেন।

কাউন্সিলর পদের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯ জুন, মনোনয়ন পত্র প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ ২৫ জুন, এবং আগামী ১৭ জুলাই সোমবার ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উক্ত উপ-নির্বাচনে ১ হাজার ৫শত ৭৩ জন পুরুষ ও মহিলা ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কমিশনার আব্দুর রহিম।

উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল ২০২৩ইং তারিখে ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তারই প্রেক্ষাপটে গত ২৩মে নীলফামারী জেলা নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম এই আসনটি শুন্য ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় গত ১লা জুন পৌরসভার ৭নং ওয়ার্ডের উপ- নির্বাচনের তফসিল ঘোষণা হয় এবং আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights