আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হাতির পিঠে চড়ে বিয়ে

হাতির পিঠে চড়ে বিয়ে

।।নিজস্ব প্রতিবেদক।।

বগুড়ার শাজাহানপুরে হাতির পিঠে চড়ে এক বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মৃত বাবার ওয়াদা পূরণ করতেই এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন বলে জানিয়েছেন স্বজনেরা। এই ব্যতিক্রমী বিয়ের আয়োজনে এলাকার মানুষের মাঝে চরম কৌতুহল বিরাজ করেছে।

শুক্রবার (১৬জুন ) বেলা সাড়ে ৩ টার দিকে হাতির পিঠে চড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় শতশত উৎসুক জনতার উদ্যেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান বর আজিজুল হক।

উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর দারিকামারিপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আজিজুল হকের (২৭) এর সাথে একই উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার মধ্যপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সানজিদা আকতার শাম্মীর এই বিয়ে অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান- বরের বাবা আফজাল হোসেনের কোন ছেলে সন্তান ছিল না। পরপর ৪ টি মেয়ে সন্তান হওয়ার পর ৫ম বার তার স্ত্রী গর্ভবতী হলে তিনি মানৎ করেন, যদি এই বার ছেলে সন্তান হয়, তাহলে তিনি তার ছেলেকে উপযুক্ত বয়সে হাতির পিঠের চড়ে বিয়ে করাবেন। কিন্তু আফজাল হোসেন বেঁচে থাকাকালিন তার এই মানত পূরণ হয়নি। ৪বছর আগে তিনি মারা যান।

অবশেষে, বাবার মানৎ পূরণ করতেই হাতির পিঠে চড়ে বিয়ে করেন ছেলে আজিজুল হক। হাতির পিঠে বিয়ে দেখে এলাকার লোকজন ভিড় জমায়। আজিজুল জানায়, আমি বউসহ হাতির পিঠেই ফিরে আসবো বাড়িতে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights