আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দাকোপে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম ও নগদ অর্থ লুট

দাকোপে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম ও নগদ অর্থ লুট

উৎপল রায়
দাকোপ প্রতিনিধি।।

খুলনার দাকোপ থানায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার পাশাপাশি নগদ ৪লক্ষ ৫৫হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পুলকেশ বিশ্বাস(৪৫) নামের উক্ত ব্যাক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে তার সাথে থাকা (ব্যবসার জন্য রক্ষিত) নগদ টাকা ছিনতাই করে নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে ৩ই জুন শনিবার সকাল ১১টায় খুলনা জেলার দাকোপ থানার অন্তর্গত খুটাখালী মোটরসাইকেল বাসস্টান্ডে।

এ বিষয়ে দাকোপ থানায় বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেছেন পুলকেশ বিশ্বাস। অভিযুক্তরা হলেন ১। উইন সরকার, পিতা সতেষ সরকার ২।সতেষ সরকার, পিতা মৃতঃ হরেন্দ্র নাথ সরকার ৩।অর্পনা রায়, পিতাঃ উৎপল রায় ৪।সন্দীপ মন্ডল, পিতা প্রবাস মন্ডলসহ অজ্ঞাত আরো কয়েকজন।

সূত্র জানায়, পুলকেশ বিশ্বাস ব্যবসার কাজে দাকোপ থেকে মোটরসাইকেল যোগে ৪লাখ ৫৫হাজার টাকা নিয়ে বরিশাল যাচ্ছিলেন। পথে মধ্যে খুটাখালী বাসস্টান্ডে আসলে এক ভ্যান চালক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে ভ্যান চালককে ধমকা ধমকি করলে মুহূর্তের মধ্যেই কতিপয় ব্যক্তি উপযাজক হয়ে দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলকেশকে মারধর করতে থাকে।

এতে তার নাক ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ইনজুরি হয়। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৪লক্ষ ৫৫হাজার টাকা তারা লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন পুলকেশ বিশ্বাস ।

এরপর স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাকে প্রথমে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত ডাক্তার তাকে খুলনা মেডিকেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দাকোপ থানার অফিসার্স ইনচার্জ উজ্জল দত্তের সঙ্গে কথা হলে তিনি বলেন- অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে আসামিদেরকে গ্রেফতার করা হবে।

উরা/এসআর/তারিখ:০৪০৬২৩/১৭:৩৯

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights