আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সিইসির পদত্যাগ দাবিতে রাজশাহীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৬ জুন ২০২৩ @ ০৭:৩১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুন ২০২৩@০৭:৩১ অপরাহ্ণ
সিইসির পদত্যাগ দাবিতে রাজশাহীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

।।রাজশাহী বিভাগীয় প্রতিনিধি।।

রাজশাহীতে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পতত্যাগ দাবি করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় বিচারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ–মিছিল করে ইসলামী আন্দোলনের রাজশাহী মহানগর শাখা।

জুমার নামাজের পরপরই দলের নেতা-কর্মীরা নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে সমাবেশ করে। মিছিলে নেতা-কর্মীরা ‘এক দফা এক দাবি, সিইসির পদত্যাগ’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ইসলামী আন্দোলনের রাজশাহী মহানগর শাখার সহসভাপতি মুরশিদ আলম ফারুকী বক্তব্য দেন। তিনি রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী ছিলেন। বরিশালে তাঁদের দলীয় প্রার্থীর ওপর হামলার জেরে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মুরশিদ আলম নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর পর থেকে তাঁরা রাজশাহীতে নির্বাচনী প্রচারে নেই।

সিইসির পদত্যাগ চেয়ে মুরশিদ আলম বলেন, ‘নির্বাচন কমিশন বলেছিল অবাধ, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন দেবে। কিন্তু আজকে সিইসি জনগণের সঙ্গে তামাশা শুরু করেছেন। নির্বাচন নিয়ে পুতুল খেলা বন্ধ করুন। এই পুতুল খেলা জনগণ মেনে নেবে না। বাংলার জনগণ সিইসি আপনাকেও চায় না, প্রধানমন্ত্রীকেও চায় না। অবিলম্বে সিইসির পদত্যাগ দাবি করছি।’

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights