আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

৫০ বছরের বেশি বয়স হলেও পেনশন সুবিধা পাবেন

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ১৬ জুন ২০২৩ @ ১২:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুন ২০২৩@০৬:০৪ অপরাহ্ণ
৫০ বছরের বেশি বয়স হলেও পেনশন সুবিধা পাবেন
ছবি- বরিশাল প্রতিবেদন

।। বিশেষ প্রতিনিধি।।

প্রথম দিকে ১৮থেকে ৫০বছর বয়সীদের জন্য সর্বজনীন পেনশনের কথা ভাবা হলেও সরকার এখন বয়সের সীমা শিথিল করছে। তাতে বয়স ৫০বছর পার হয়ে গেলেও সর্বজনীন পেনশন সুবিধা পাওয়া যাবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তারা এ বিষয়ে কাজ করছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১জুন জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় পঞ্চাষোর্ধ ব্যক্তিদেরও পেনশন ব্যবস্থার আওতায় আনার ইঙ্গিত দেন। তিনি বলেন- ৫০বছরের বেশি বয়সী একজন সুবিধাভোগী ন্যূনতম ১০বছর পর্যন্ত চাঁদা দিয়ে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।

আগামী ২০২৩-২৪অর্থবছর থেকেই এ কর্মসূচি চালু করা সম্ভব হবে আশা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, আওয়ামীলীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কাজটি ইতিমধ্যে অনেকটাই এগিয়ে নিয়েছেন তিনি। জানা যায়, অর্থ বিভাগ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পেনশন কর্মসূচি চালুর কাজটি করছে। বিভাগটি এরই মধ্যে একটি বিধিমালা জারি করেছে, যার নাম “জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সদস্যদের চাকরি বিধিমালা, ২০২৩”। আরও তিনটি বিধিমালা হচ্ছে। এগুলো হচ্ছে- “জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্মচারী নিয়োগ বিধিমালা”, “পেনশন কর্মসূচিতে যোগদানের যোগ্যতা ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার বিধিমালা” এবং “জাতীয় পেনশন কর্মসূচি (স্কিম) বিধিমালা”।

সর্বজনীন পেনশন হওয়ার বিষয়টি ইতিবাচক। এর তহবিল ব্যবস্থাপনাটা যথাযথভাবে হতে হবে। আগে থেকেই এ ব্যাপারে সতর্কতা অবলম্বন জরুরি।সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সানেম। অর্থ বিভাগের সূত্র জানায়, আগামী মাসে সর্বজনীন পেনশন ব্যবস্থার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এক মাসের মধ্যে বাকি তিনটি বিধিমালা জারি হওয়ার সম্ভাবনা আছে।

প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী এবং অসচ্ছল ব্যক্তি এই চার শ্রেণির ব্যক্তিদের নিয়ে আপাতত পেনশন কর্মসূচি চালু করা হবে। তার আগে তাঁদের সংজ্ঞা নির্ধারণ করা হবে। যেমন, অসচ্ছল ব্যক্তি একটা আপেক্ষিক শব্দ। ফলে অস্বচ্ছলকে আগে চিহ্নিত করা হবে। অসচ্ছলদের জন্য মাসিক চাঁদা ৫০০টাকা নির্ধারণ করা হলেও বাকিদের জন্য ৫০০থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা দেওয়ার সুযোগ থাকছে।

জানা যায়, চাঁদার পরিমাণ বাড়ানোর সুযোগ রাখা হবে। এমনকি কর্মসূচি পরিবর্তনেরও সুযোগ থাকবে। অর্থ বিভাগের একজন কর্মকর্তা উদাহরণ দিয়ে বলেন- প্রবাসী শ্রেণিতে একজন অন্তর্ভুক্ত হওয়ার পর কেউ যদি দেশে ফিরে আসেন, তাহলে তাঁর কর্মসূচি পরিবর্তন করা যাবে। সরকারি চাকরিজীবী ও বিভিন্ন সংস্থায় কর্মরতদের আপাতত সর্বজনীন পেনশন কর্মসূচি থেকে বাদ রাখা হচ্ছে। তাঁদের ২০৩৫সালের পর সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

১০বছর চাঁদা দেওয়ার পর পেনশনের আওতাভুক্ত হওয়ার কথা বলা হয়েছে আইনে। তবে পেনশনে থাকাকালে ৭৫বছরের আগে কেউ মারা গেলে, তাঁর নমিনি বাকি সময়ের জন্য পেনশন পাবেন। এ ছাড়া চাঁদা দেওয়ার ১০বছরের মধ্যে কেউ মারা গেলে জমাকৃত টাকা মুনাফাসহ নমিনিকে ফেরত দেওয়া হবে।

চাঁদাদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে জমা করা অর্থের সর্বোচ্চ ৫০শতাংশ পর্যন্ত অর্থ ঋণ হিসেবে নেওয়া যাবে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রীমএসব কথা বলেন। নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য হবে এবং কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। মাসিক পেনশনের অর্থ আয়করমুক্ত থাকবে।

অর্থমন্ত্রী আরো বলেন- সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রবর্তন প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। শিগগির একটি পেনশন কর্তৃপক্ষ গঠন করে এর নির্বাহী চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেওয়া হবে। সেই সঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে কর্তৃপক্ষকে কার্যকর করা হবে। পেনশন কর্তৃপক্ষের অফিস ঠিক হয়নি। আপাতত অর্থবিভাগের একটি কক্ষকে কর্তৃপক্ষের অফিস বানানো হতে পারে।

অর্থবিভাগ আশা করছে- চলতি মাসের মধ্যে অন্তত কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ করা সম্ভব হবে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সদস্যদের চাকরি বিধিমালা অনুযায়ী চেয়ারম্যানের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রশাসনিক ও নির্বাহী কাজের অভিজ্ঞতাসহ ২০বছরের চাকরির অভিজ্ঞতা, যার মধ্যে ১০বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কিত। সাড়ে তিন লাখ টাকা মাসিক বেতনসহ গাড়ি, বাড়ি ও ফোনের সুবিধা পাবেন তিনি।

জানা যায়, পেনশন কর্মসূচি চালুর আগে পাঁচটি সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) হবে অর্থ বিভাগের। এগুলো হচ্ছে, নির্বাচন কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল)। অর্থ বিভাগ এসব এমওইউর খসড়া করে রেখেছে।

এ নিয়ে জানতে চাইলে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন- সর্বজনীন পেনশন হওয়ার বিষয়টি ইতিবাচক। এর তহবিল ব্যবস্থাপনাটা যথাযথভাবে হতে হবে। আগে থেকেই এ ব্যাপারে সতর্কতা অবলম্বন জরুরি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights