ইন্টারন্যাশনাল ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সীমান্ত অঞ্চলে হামলা ঠেকাতে আরও বেশি ইউক্রেনীয় ভূমি দখল করতে সেনাবাহিনীকে নির্দেশ দিতে পারেন। ইউক্রেনীয় সেনারা পাল্টা হামলায় মারাত্মক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার সামরিকবাহিনী সংশ্লিষ্ট সাংবাদিক ও ব্লগারদের সঙ্গে এক প্রকাশ্য বৈঠকে এসব মন্তব্য করেন পুতিন।
ইউক্রেনীয় কর্মকর্তারা পাল্টা হামলা শুরুর পর কয়েকটি গ্রাম পুর্নদখল করে নেয়ার পর তাদের ক্ষয়ক্ষতির তথ্য সামনে আনলেন পুতিন। তিনি জানান, ইউক্রেন ১৬০টির বেশি ট্যাংক, ৩৬৯টির বেশি গাড়ি ধ্বংস হয়েছে। বিপরীতে ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার মাত্র ৫৪ ট্যাংক ধ্বংস হয়েছে বলেও জানান তিনি। তবে রুশ নেতার এসব দাবি স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ নেই।
রাশিয়ার বেলগোরোদ এবং অন্য সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় আগ্রাসনের দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, তার সেনাবাহিনী এই ধরনের হামলা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে। কিয়েভ এই ধরনের হামলা অব্যাহত রাখলে আমরা ইউক্রেনের অভ্যন্তরী পবিত্র ভূমি প্রতিষ্ঠার কথা বিবেচনা করবো, বলেন পুতিন।
সম্প্রতি রাশিয়ার সীমান্ত অঞ্চলে হামলার সংখ্যা বেড়েছে। ক্রেমলিনের দাবি, ইউক্রেনীয় বাহিনী এসব হামলা ও ড্রোন অভিযান পরিচালনা করছে। এসব এলাকা থেকে বহু বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।
পুতিন বলেন, এখনই ইউক্রেনে নতুন সেনা পাঠানোর প্রয়োজন নেই। তবে রাশিয়া সেখানে কী অর্জন করতে চায়- তা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।
ইডে/পি/তারিখ:১৪০৬২৩/১৪:০৩