আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় বিয়ের নৌকাডুবি, শতাধিক মৃত্যু

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৪ জুন ২০২৩ @ ১১:৩০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুন ২০২৩@১১:৩০ পূর্বাহ্ণ
নাইজেরিয়ায় বিয়ের নৌকাডুবি, শতাধিক মৃত্যু

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিদের ফেরার পথে উত্তর নাইজেরিয়ায় এক নৌকাডুবিতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশের মুখপাত্র ওসাকানমি আজায়ি জানান সোমবার ভোরে কাওয়ারা রাজ্যে নাইজার নদীতে এই ঘটনা ঘটে। ওই এলাকায় উদ্ধার তৎপরতা জোরালো করা হয়েছে।

হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম বলেন নাইজার রাজ্যের এগবতি গ্রামের এক বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন নৌকার আরোহীরা। এই ঘটনায় কেউ বেঁচে আছে কিনা তা তাৎক্ষনিকভাবে স্পষ্ট নয়।

ইব্রাহিম বলেন, নৌকায় শতাধিক আরোহী ছিলেন। তিনি জানান, রাত তিনটার দিকে এই ঘটনা ঘটার কারণে অনেক বেশি মানুষ ডুবে গেছে। নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নৌকাটির আরোহীরা কাওয়ারা রাজ্যের কাপাদা, এগবু এবং গাকপান গ্রামের বাসিন্দা।

রাজধানী আবুজার এক সাংবাদিক বলেন, বিভিন্ন সূত্র থেকে জানা গেছে নৌকাটিতে এক গ্রামের বাসিন্দা ছিল ৬৪ জন এবং অপর এক গ্রামের ৪০ জন। এই ঘটনায় মারা যাওয়া অন্তত ৬০ জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা সাধারণ। ২০২১ সালের মে মাসে একই এলাকায় অপর এক নৌকাডুবিতে ১৬০ জনের মৃত্যু হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights