আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দেশের মানুষের গড় আয়ু বেড়েছে

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৩ জুন ২০২৩ @ ০৩:০৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ জুন ২০২৩@০৩:০৩ অপরাহ্ণ
দেশের মানুষের গড় আয়ু বেড়েছে

।।নিজস্ব প্রতিবেদক ।।

দেশের মানুষের গড় আয়ুতে ঊর্ধ্বগামী প্রবণতা দেখা গেছে। ২০২২সালে দেশে মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২দশমিক ৪বছর। পুরুষের গড় আয়ু এখন ৭০দশমিক ৮বছর আর নারীর গড় আয়ু ৭৪দশমিক ২বছর।

এদিকে দেশে সামগ্রিকভাবে শিশুমৃত্যুর হার বেড়েছে। ২০২১সালে দেশে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার ছিল হাজারে ২২জন, ২০২২সালে তা বেড়ে হয়েছে ২৫জন। সেই সঙ্গে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহারও বেড়েছে। ২০২১সালে যা ছিল প্রতি হাজারে ২৮জন, ২০২২সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১জন।

মঙ্গলবার (১৩জুন) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২এর ফল প্রকাশিত হয়। সেখানে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২১সালের জরিপে প্রথমবার বাংলাদেশে মানুষের গড় আয়ুর তথ্য দেওয়া হয়েছিল। ২০২১সালের জরিপের তথ্যানুসারে- দেশের মানুষের গড় প্রত্যাশিত আয়ু ছিল ৭২দশমিক ৩বছর। এর আগের বছর অর্থাৎ ২০২০সালে যা ছিল ৭২দশমিক ৮বছর। ২০১৯সালে গড় প্রত্যাশিত আয়ু ছিল ৭২দশমিক ৬বছর। সেই হিসাবে ২০২২সালে দেশের মানুষের গড় প্রত্যাশিত আয়ু ২০১৯ ও ২০২০ সালের চেয়ে কম।

জরিপে দেখা যায়, ২০২২সালে দেশে প্রতি হাজারে মৃত্যুহার কিছুটা বেড়েছে। ২০২১সালে দেশে প্রতি হাজারে মৃত্যুহার ছিল ৫দশমিক ৭ এবং ২০২২সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫দশমিক ৮। ২০১৯সালে প্রতি হাজারে মৃত্যুহার ছিল ৪দশমিক ৯, ২০১৮সালে যা ছিল৫। সেই তুলনায় ২০২২ সালে প্রতি হাজারে মৃত্যুহার খানিকটা বেড়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights