সুদীপ্ত মিস্ত্রী
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় শিবসা নদীর চরে আটকা পড়ে মারা গিয়েছে বিশাল আকারের একটি ডলফিন। সোমবার দুপুরে পাইকগাছা পৌর সদরের শিববাটীস্থ শিবসা নদীর চর থেকে স্থানীয় জনতা মৃত অবস্থায় ডলফিনটি উদ্ধার করে। এটি ইরাবতি প্রজাতির ডলফিন হতে পারে ধারনা করছেন অনেকেই।
এলাকাবাসীর মতে সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে এক সময় এ ধরণের ডলফিন প্রচুর পরিমাণে দেখা যেত। খাদ্যাভাব ও নদ-নদীর নাব্যতা সংকটের কারণে এখন আর এসব নদ-নদীতে এ ধরণের ডলফিন খুব একটা দেখা যায় না। উল্লেখ্য, অত্র এলাকার নদ-নদীর মধ্যে শিবসা হচ্ছে অন্যতম নদী। এ নদী দিয়ে এক সময় বিশাল স্টিমারসহ ভারী ভারী নৌযান চলাচল করতো। ডলফিন সহ বিভিন্ন প্রজাতির মাছও পাওয়া যেত নদীতে। কালের বিবর্তনে শিববাটী ব্রিজ থেকে সোলাদানা খেয়াঘাট পর্যন্ত নদীর কয়েক কিলোমিটার এলাকা ভরাট হয়ে মরা নদীতে পরিণত হয়েছে।
জোয়ারের সময় নদী প্রাণ ফিরে পেলেও ভাটার সময় শুকিয়ে যায়। এলাকাবাসীর ধারণা ডলফিনটি খাদ্যের সন্ধ্যানে রাতের জোয়ারে শিবসা নদীর গোড়ায় চলে আসে। মাছ শিকার করতে গিয়ে চরে উঠে পড়ে। একপর্যায়ে ভাটার সময় চরে আটকে পড়ে মারা যায়। ভোরে শিবসার চরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা চর থেকে মৃত অবস্থায় ডলফিনটি উদ্ধার করে। পরে ডলফিনটি দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান ও উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় এ ব্যাপারে কোন কিছু জানা নাই বলে জানিয়েছেন।