আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

২৯০ এমপির শপথ অবৈধ চেয়ে করা রিটের আপিল শুনানি শুরুর আবেদন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১১ জুন ২০২৩ @ ১১:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ জুন ২০২৩@১১:৪৫ অপরাহ্ণ
২৯০ এমপির শপথ অবৈধ চেয়ে করা রিটের আপিল শুনানি শুরুর আবেদন

।।নিজস্ব প্রতিবেদক।।

চলতি একাদশ জাতীয় সংসদের সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। রিটটি খারিজ করেছিল হাইকোর্ট। ওই খারিজ আদেশের বিরুদ্ধে আবার আপিল করেছিলেন বিএনপির আইনজীবীরা। তাদের আবেদনটির ওপর শুনানির জন্য দিন ধার্যের আবেদন করেছেন তারা। রোববার (১১জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এএম মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে এই আবেদন করা হয়। আবেদনটির ওপর চেম্বার জজ আদালতে শুনানির হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথ নেওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট ২০১৯ সালের ১৭ জানুয়ারি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিল হাইকোর্ট। ওই রিটের পক্ষে ছিলেন এএম মাহবুবউদ্দিন খোকন ও সাকিব মাহবুব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা । তার আগে সংশ্লিষ্ট বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে ৮ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সাবেক সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকন। নোটিশে বলা হয়েছিল, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। কিন্তু সংবিধানের ওই অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে (ওই সময়) দুটি সংসদ বহাল রয়েছে, এটি সংবিধান পরিপন্থী। নোটিশের জবাব না পাওয়ায় রিট করা হয় বলে জানান আইনজীবী।

ওই বছর ৮ জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ বাতিল করে গেজেট প্রকাশের জন্য উকিল নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে এ রিট করা হয়েছিল বলে জানান এম মাহবুবউদ্দিন খোকন।

আইনজীবী জানান, সংবিধানের ১৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী শপথের জন্য নির্বাচিতদের উচিত ছিল ১২৩(৩) অনুচ্ছেদ অনুযায়ী ২৮ জানুয়ারি পর্যন্তifgdcjfc অপেক্ষা করা। আবেদনে বলা হয়, ৩০ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচনের পর গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯(৩) ধারা অনুযায়ী নির্বাচিত এমপিদের নামের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করা হয় ১ জানুয়ারি। গেজেট প্রকাশের পর ৩ জানুয়ারি স্পিকার নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান। কিন্তু এমপিদের নেওয়া ওই শপথ সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদের লঙ্ঘন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights