আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৪ জুন ২০২৩ @ ০২:৩১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুন ২০২৩@০২:৩১ অপরাহ্ণ
আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

।।নিজস্ব প্রতিবেদক।।

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে। তবে আজ সকাল আটটায় পাওয়া যাবে কেবল পশ্চিমাঞ্চলের আন্ত:নগর ট্রেনের টিকিট। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্ত:নগর ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রয় শুরু হবে।

অনলাইন টিকিট বিক্রয়ে যেন অতিরিক্ত চাপ পড়ে সার্ভার ডাউন না হয় সেজন্য এবার দুই ধাপে বিক্রি হবে ট্রেনের টিকেট। প্রতিদিনই অগ্রিম টিকেট দুই ধাপে বিক্রি করবে রেলওয়ে। গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে ঈদযাত্রার বিক্রিত টিকিট এবার ফেরত দেওয়া হবে না।

রেল সূত্র জানিয়েছে, ১৪জুন পাওয়া যাবে ২৪জুনের টিকিট। একইভাবে ১৫জুন দেওয়া হবে ২৫জুনের, ১৬জুন ২৬জুনের, ১৭জুন ২৭জুনের এবং ১৮জুন দেওয়া হবে ২৮জুনের অগ্রিম টিকিট। ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২জুন। সেই হিসাবে ২২জুন দেওয়া হতে পারে ২জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩জুন ৩জুলাইয়ের, ২৪জুন ৪জুলাইয়ের, ২৫জুন ৫জুলাইয়ের ও ২৬জুন ৬জুলাইয়ের টিকিট দেওয়া হবে।

ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ৩২হাজার আসনে যাত্রী পরিবহন করা হবে। মোট আসনের ২৫শতাংশ টিকিট দাঁড়িয়ে (স্ট্যান্ডিং টিকিট) যাওয়া যাত্রীদের কাছে বিক্রি করা হবে। স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে শুধু ঢাকার কমলাপুর, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে। মাঝপথে বিরতি নেয় এমন কোনো স্টেশনের স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে না।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights