আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে ২৩ বছর পর রাজ্জাক হত্যা মামলায় এক আসামির ফাঁসি

জয়পুরহাটে ২৩ বছর পর রাজ্জাক হত্যা মামলায় এক আসামির ফাঁসি

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে হত্যা মামলার ২৩বছর পর হুমায়ুন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০হাজার টাকা জরিমানাও করা হয়। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হুমায়ুন জেলার পাঁচবিবি উপজেলার নাওডোবা এলাকার আবুল হোসেনের ছেলে। অন্যদিকে এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬জনকে খালাস দিয়েছেন আদালত। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, পাঁচবিবি উপজেলার নাওডোবা রাইগ্রাম গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুর রাজ্জাকের সাথে একই গ্রামের নছির উদ্দিনের মেয়ে নাছিমার সঙ্গে সেই সময় প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের সম্পর্কের বিষয়টি মেয়েটির পরিবার মেনে নিতে পারেননি। এরই জের ধরে ২০০০সালের ১৪জুন রাতে শালিশের নামে রাজ্জাককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। সেখানে রাতে তাকে মারপিটের পর বিষাক্ত ওষুধ মিশিয়ে পানি পান করানো হয়। এসময় সে ছটফট করতে থাকলে থাকে তার নিজ বাড়িতে দিয়ে যায় আসামিরা। এরপর পরিবারের লোকজন তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরের দিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজ্জাক মারা যান।

এ ঘটনায় ২০০০সালের ২৮জুন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা। এ মামলার দীর্ঘ শুনানি শেষে হুমায়ুনের বিরুদ্ধ অভিযোগ প্রমানিত হওয়ার মৃত্যুদণ্ডাদেশ আদেশ দেন আদালত।

বিপ্র/কেএইচ১১০৬২৩/১৬:৫৮

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights