আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ফুলতলায় ভোক্তা অধিকারের অভিযানে হোটেল মালিককে জরিমানা

ফুলতলায় ভোক্তা অধিকারের অভিযানে হোটেল মালিককে জরিমানা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা বাজারের বিভিন্ন খাবারের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। ১১জুন রবিবার দুপুরে ফুলতলা বাজারের বিভিন্ন হোটেলে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি)মোহাম্মদ ইউসুফ।

অভিযানকালে খাদ্য সামগ্রী বিক্রির বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা করার অপরাধে ‘খাজানা হোটেল’ মালিককে ১টি মামলায় অর্থদণ্ড জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিডি হেডলাইন্সকে বলেন, অভিযান অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে। খাদ্যে ভেজাল, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে খাজানা হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অভিযানে শুধু জরিমানা ও সর্তকবার্তা‌ দেয়া হলো। আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

ফুপ্র/কেএইচ/১১০৬২৩/১৫ঃ৫৬

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights