আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চুরির অপবাদ দিয়ে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

চুরির অপবাদ দিয়ে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

।।নিজস্ব প্রতিবেদক।।

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের নির্মাণাধীন ভবনে কাজ করা এক শ্রমিককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শ্রমিক আটকে নির্যাতনের খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের কথিত টর্চারসেল থেকে গুরুতর আহত অবস্থায় আরেক শ্রমিককে উদ্ধার করে পুলিশ। আহত শ্রমিকের শনাক্ত মতে ৪ নির্যাতনকারীকে আটক করা হয়। আটককৃতরা ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত। নিহত নয়ন বৃহস্পতিবার থেকে সহকারী রড শ্রমিক হিসেবে কাজে যোগ দেয়।

নির্মাণ শ্রমিকরা জানান, শুক্রবার ভোরে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আমিনুলের নেতৃত্বে নয়ন ও আইয়ুব আলীকে ঘুম থেকে তুলে একটি কক্ষে হাত পা বেঁধে লোহার রড ও পাইপ দিয়ে পেঠাতে থাকে ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্য কর্মীরা। এ সময় তারা ১ লাখ টাকা ও কয়েকটি মোবাইল চুরির অভিযোগ আনে। এদিকে শ্রমিককে আটকে নির্যাতনের খবর পেয়ে মেডিকেল ক্যাম্পের পুলিশ গুরুতর আহত অবস্থায় নয়নকে সকাল ৯টার দিকে উদ্ধার করে জরুরী বিভাগে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে আরেক শ্রমিক আইয়ুব আলীকে আটকে নির্যাতনের বিষয়টি জানতে পেরে পুলিশ তাকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, শ্রমিক নির্যাতনের পর হত্যার খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ সময় নির্যাতনে আহত শ্রমিকের শনাক্তমতে ৪ নির্যাতনকারীকে আটক করেছে পুলিশ। নিহত শ্রমিক নয়ন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।

বিপ্র/কেএইচ/০৯০৬২৩/১৭;১৯

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights