আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রামাল্লায় ইসরায়েলি অভিযান

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৮ জুন ২০২৩ @ ১১:২৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুন ২০২৩@১১:২৮ পূর্বাহ্ণ
রামাল্লায় ইসরায়েলি অভিযান

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ফিলিস্তিনে দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোরের আগে থেকে চালানো এই অভিযানের জেরে সেখানে সংঘর্ষ শুরু হয়েছে।

ফিলিস্তিন রাষ্ট্রের কার্যত প্রশাসনিক রাজধানী হিসাবে ব্যবহৃত হয় রামাল্লা। এই শহরে ইসরায়েলি হামলার ঘটনা বেশ বিরল।

ইসরায়েলি বাহিনীর দাবি এক হামলাকারীর বাড়ি ভেঙে দিতে বৃহস্পতিবার ভোরে তারা রামাল্লায় অভিযান চালায়। এরপর তাদের সঙ্গে স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একজন প্রত্যক্ষ জানিয়েছেন গভীর রাতে ইসরায়েলি সেনাবাহিনীর বড় একটি বহর রামাল্লা শহরের কেন্দ্রস্থলে পৌঁছায়। পরে কয়েকশ ফিলিস্তিনি ওই এলাকায় জড়ো হন। তাদের ছত্রভঙ্গ করতে তাজা বুলেট, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। একপর্যায়ে কিছু ফিলিস্তিনি তরুণ ইসরায়েলি বাহিনীর দিকে ঢিল নিক্ষেপ করে। এসময় অ্যাম্বুলেন্সের সাইরেন বাজতে শোনা যায় এবং বিক্ষুব্ধরা আগুন লাগিয়ে রাস্তা অবরুদ্ধ করেন।

অন্তত ছয়জনকে হাসপাতালে নেয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এরমধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত নভেম্বরে জেরুজালেমে বোমা হামলায় জড়িত এক ব্যক্তির বাড়ি ভেঙে দিতে ওই অভিযান চালানো হয়। ওই বোমা হামলায় ইসরায়েলি-কানাডিয়ান এক কিশোরসহ দুইজন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়েছিলেন। তাদের দাবি অপরাধীদের বাড়ি ভেঙে ফেলার এই নীতি সম্ভাব্য আক্রমণকারী ঠেকাতে কাজে আসবে।

গত বছর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বছর ইসরায়েলের হাতে অন্তত ১৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights