আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

লালমনিরহাটে ৬ ভিক্ষুককে রিক্সা প্রদান

লালমনিরহাটে ৬ ভিক্ষুককে রিক্সা প্রদান
ছবি- বিডিহেডলাইন্স

জেএইচ জনি
স্টাফ রিপোর্টার।।

সোমবার ২৬ জুন সকাল ১০ টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ কার্যালয়ে ০৬ জন ভিক্ষুককে ব্যাটারি চালিত ০৬ টি রিক্সা প্রদান করা হয়েছে।

উপজেলা সমাজসেবা সদরের আয়োজনে ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য এককালীন অনুদান প্রকল্পের আওতায় এই অটো রিক্সা বিতরণ করা হয়।

এ সময়ে একজন ভিক্ষুক বলেন- আমরা এখন থেকে আর ভিক্ষে করব না। আজ থেকে আমরা স্বাবলম্বী, নিজের পায়ে নিজে দাঁড়ালাম। আমাদের আর চাওয়ার কিছুই নেই। আমরা সবাই দোয়া করি, যারা আমাদের রিক্সা দান করেছেন আল্লাহ যেন তাদের মঙ্গল করেন।

অসহায় ভিক্ষুকদের হাতে রিক্সার চাবি তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা ফেরদৌসসহ এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার নুর-ই-জান্নাত, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মসিউর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান প্রমুখসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ব্যাটারী চালিত রিক্সা পেলেন আলিমুদ্দিন, পিতা আমির আলী, কালমাটি খুনিয়াগাছ ইউনিয়ন, আনছার আলী পিতা পিতাঃ আছর উদ্দিন, কর্নপুর মোগলহাট ইউনিয়ন, মনসুর আলী পিতাঃ ফছর উদ্দিন, কালমাটি খুনিয়াগাছ ইউনিয়ন, মুছা মিয়া পিতাঃ ছামছুল হক, চর খাটামারি কুলাঘাট, ফজলু হক পিতাঃ নামদার আলী মুরাদ, মধুরাম রাজপুর ইউনিয়ন, ছামসুল হক পিতাঃ আনোয়ার আলী, হাড়ীভাঙ্গা মহেন্দ্রনগর ইউনিয়ন। সকলের বাড়ি সদর উপজেলা লালমনিরহাট।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights