আজ ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ওয়ারীতে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৫ 

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ জুন ২০২৩ @ ০৭:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ জুন ২০২৩@০৭:৩০ অপরাহ্ণ
ওয়ারীতে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৫ 

||নিজস্ব প্রতিবেদক||

রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোড এলাকায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায়   দগ্ধ হয়ে ৫জন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তারা হলেন,মোঃ সুমন ওরফে হেলাল ((৪০)

আব্দুর রশিদ(৬৫),মোঃ মামুন (৫০),মোঃ সোহেল(৩৫),মোঃ আনোয়ারুল (২১) ।

মঙ্গলবার(৭ জুন)রাত আড়াইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে।দগ্ধ অবস্থায় তাদের পাঁচজনকে সকালের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আনা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জান ডাক্তার তরিকুল ইসলাম জানান,পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকায় থেকে আগুনের ঘটনায় পাঁচ জন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে,মোহাম্মদ সোহেলের ৮০শতাংশ দগ্ধ হয়েছে,মোহাম্মদ মামুনের ১২ শতাংশ দগ্ধ হয়েছে,মোহাম্মদ ইনামুলের ২২ শতাংশ দগ্ধ হয়েছে,মোঃ হেলালের ১০ শতাংশ দগ্ধ হয়েছে ও আব্দুর রশিদের ৭ শতাংশ হয়েছে তাদের সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে।এদের মধ্যে আব্দুর রশিদকে ছেড়ে দেওয়া হবে বাকি সবাইকে ভর্তি দেওয়া হবে বলে জানান তিনি।এদের মধ্যে এনামুল ও সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকা থেকে আগুনের ঘটনায় পাঁচ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্নে এসেছে।তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ও বাকি তিন জনকে  অবজারভেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

নিপ্র/কেএইচ/০৭০৬২৩/১৯:১৩

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights