সুদীপ্ত মিস্ত্রী
পাইকগাছা প্রতিনিধি।।
মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা জেলায় পাইকগাছা উপজেলার আইসিটি ভবনে আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব মমতাজ বেগম ও বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

ছবি- বিডিহেডলাইন্স
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের পিছনে আইসিটি বিষয়ে গুরুত্ব অন্যতম। দেশনেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি সেক্টরে পদক্ষেপ গ্রহন করছেন। প্রতিটা বিদ্যালয় থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোতে আইসিটি ভবন নির্মান করেছেন। যাতে প্রত্যক শিক্ষার্থীরা আধুনিক সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে পারে।
তিনি ছাত্র/ছাত্রীদের উপর ডিজিটাল শিক্ষা সঠিক ব্যবহার দিক নির্দেশনার জন্য শিক্ষক ও শিক্ষিকার কাছে আশা ব্যক্ত করেন। উপস্থিত শিক্ষক ও শিক্ষিকার পাশাপাশি গুনি ব্যাক্তিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।