।।নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মোঃ দুলাল(৩৫)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার(৭ জুন) বেলা এগারোটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ১২ টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের ভাগিনা তরিকুল ইসলাম জানান, আমার মামা নর্থওয়েষ্ট পাওয়ার জেনারেশন নামের একটি বিদ্যুৎ কোস্পানীর গাড়ি চালক।নষ্ট হওয়ার কারণে পাশেই একটি গ্যারেজে রাখে ওই গাড়ি আমার জন্য তেজগাঁ ও রেল ক্রসিং এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় কাটা পড়ে।পরে আমরা খবর পেয়ে বাঁকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার ছোনাউটা গ্রামের,আব্দুল মজিদের সন্তান। বর্তমানে হাতিরপুল এলাকার একটি ম্যাচে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
নিপ্র/কেএইচ/০৭০৬২৩/১৯:১৩