আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে মজা পায় বিদেশীরা: পররাষ্ট্রমন্ত্রী

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২১ জুলাই ২০২৩ @ ০৪:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুলাই ২০২৩@০৪:২৮ অপরাহ্ণ
দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে মজা পায় বিদেশীরা: পররাষ্ট্রমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘পৃথিবীর আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না। বিদেশিদের মন্তব্য গণমাধ্যম অতিপ্রচার করার কারণে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়। তারা নিজেদের এ দেশের রাজা মনে করে। আর এটা হয়েছে অতি উৎসাহী কিছু মিডিয়ার প্রচারের কারণে। এজন্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেছে। এ নিয়ে একটা দেশও কথা বলেনি এবং বিশ্বের কোনো সংস্থাও উচ্চবাচ্য করেনি। আর আমাদের দেশে কে কি করল, সঙ্গে সঙ্গেই চিৎকার চেঁচামিচি শুরু হয়ে যায়। এটি সম্পুর্ণ আমাদের দেশের উপর একধরনের অভ্যন্তরীণ বিষয়ের ওপর নগ্ন হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারের-কাছেও নেই। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এটা করে থাকে এবং তুচ্ছরূপে বহিঃপ্রকাশ করে থাকে। যা নীতি এবং নৈতিকতা বিবর্জিত।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য এ বছর পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights