আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রংপুর কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে ১৫০ভরি ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার।

রংপুর কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে ১৫০ভরি ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার।

বিপুল ইসলাম
স্টাফ রিপোর্টার।।

রংপুর মহানগরীর কামাড়পাড়া বাসস্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনের একটি বাসের এক যাত্রীর কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে য়ার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

আজ বুধবার (৭জুন) সকাল ১১.৩০মিনিটে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডলের নেতৃত্বে গোপণ সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

‘ক’ সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল বিডি হেডলাইন্সকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মূলত মাদকের বিষয়ে কাজ করতেছিল। হঠাৎ একটি গোপন সূত্রে খবর পেয়ে দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে আমরা এই অভিযান সফল করি। সন্দেহ মূলকভাবে ঢাকা থেকে রংপুর গামি শ্যামলী পরিবহনের একটি বাস এসে রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ড পৌঁছালে সেই বাসের c3 ছিটের ব্যক্তি ফয়সাল (৩৫), যাত্রীকে সন্দেহমূলক ভাবে চেক করা হলে তার কোমর থেকে অর্থাৎ প্যান্টের বেল্টের ভিতর থেকে একেএকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

অভিযুক্ত ফয়সাল বলেন, আমাকে এই স্বর্ণের বার গুলি ঢাকায় দেওয়া হয়েছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। ফয়সালের এমন জবাবে কেউ সন্তুষ্ট নয়। তাই তাকে তৎক্ষণাৎ রংপুর কোতোয়ালি থানায় প্রেরণ করা হয়। রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক আসলাম আরো বলেন- বিশেষ কায়দা কৌশল অবলম্বন করে এই ১৫টি সোনার বার উদ্ধার করেছি এখন তাকে আরো একটু জিজ্ঞাসা বাদ করা হবে। আমরা তাকে সদর কোতোয়ালি মেট্রো থানায় হস্তান্তর করেছি এবং তার বিরুদ্ধে চোরাচালান আইনে নিয়োমিত এজাহার দাখিল করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর কোতোয়ালি থানার ওসি বিডি হেডলাইন্সকে বলেন- অভিযুক্ত আসলামকে আমরা আটক করেছি। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিপ্র/কেএইচ/০৭০৬২৩/১২;৫৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights