আজ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তাপদাহ থেকে রক্ষা পেতে ‘হিট অফিসারে’র পরামর্শ

তাপদাহ থেকে রক্ষা পেতে ‘হিট অফিসারে’র পরামর্শ

।।বিশেষ প্রতিনিধি।।

গত কয়েকদিন থেকে ক্রমাগত তীব্র গরমে জনজীবন অস্থির। গরম থেকে দীর্ঘ মেয়াদে রক্ষা পেতে বৃক্ষরোপণের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন।

ফাইল ছবি

আজ মঙ্গলবার সকালে ডিএনসিসি এলাকায় দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। বুশরা আফরিন বলেন- আমাদের পরিকল্পনায় অনেক কিছুই আছে। পরিকল্পনাগুলো এখনো সেভাবে রিলিজ করা হয়নি। রাস্তায় রাস্তায় “কুল জোন” স্থাপনের চেষ্টা চলছে। বড় গাছ কাটা যাবে না। গাছগুলোকে ভালোবাসতে হবে।

তিনি আরো বলেন- কিছু পরিকল্পনা নিয়ে শিগগিরই কাজ শুরু করা হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। হঠাৎ করে কোনো পরিকল্পনা গ্রহণ করা যাবে না। এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে সেখান থেকে দীর্ঘ মেয়াদি সুফল পাওয়া যায়। তিনি সকলকে সতর্কতা সহিত থাকতে পরামর্শ দেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন- সিটি করপোরেশনের আগামী বাজেটে বৃক্ষরোপণ আর রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগাতে বলেন।

বিপ্র/কেএইচ/তারিখঃ ০৬০৬২৩/১৭:৫২

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights