আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মিয়া খলিফা ও সালমান খান একসাথে

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৮ জুন ২০২৩ @ ০৫:২৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুন ২০২৩@০৫:২৯ অপরাহ্ণ
মিয়া খলিফা ও সালমান খান একসাথে

।।বিনোদন ডেস্ক।।

এক যুগ আগে পর্নো দুনিয়া থেকে বলিউড ‘ভাইজান সালমান’ খানের “বিগ বস” এ এসেছিলেন অভিনেত্রী সানি লিওন। এরপর বলিউড সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি। আর এবার শোনা যাচ্ছে পর্নো ফিল্ম ইন্ডাস্ট্রির আরেক তারকা মিয়া খলিফার কথা।

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় হতাহতদের সাহায্যে হেল্পলাইন বলিউড অভিনেতার

এবার ভারতীয় ওটিটির পর্দায় মিয়া খলিফা। তার সঙ্গে থাকছেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান। ১৭জুন থেকে শুরু হয়েছে ‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজন।

বিনোদন সূত্রের খবর- সেখানেই দেখা যাচ্ছে মিয়া খলিফাকে। এতে অংশ নেয়ার জন্য প্রস্তাব পেয়েছিলেন মিয়া খলিফা। ওয়াইল্ড কার্ড এন্টি হিসেবে আত্মপ্রকাশ করছেন নায়িকা। ভারতীয় কোনো প্ল্যাটফর্মে এই প্রথম ধরা দিচ্ছেন তিনি।

গত বছর থেকে ‘’ভুট’’ অ্যাপের পর্দায় দেখা যাচ্ছে জনপ্রিয় রিয়্যালিটি শো’তে ‘বিগ বস ওটিটি’র। এর আগে, সিজনে ‘বিগ বস ওটিটি’-র সঞ্চালক ছিলেন করণ জোহর। তবে এবার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সালমান খান। জনপ্রিয় এই শো-তে বরাবরই ব্যক্তিগত জীবনে বিতর্কিত ব্যক্তিত্বরাই অগ্রাধিকার পেয়েছেন। এ বছরের প্রতিযোগী তালিকায় মিয়া খলিফা ছাড়াও রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া সিদ্দিকি। এর আগে, সানি লিওন পর্নজগৎ থেকে বিগ বসের ঘরে পা রাখেন। সেখান থেকেই বলিউডে সুযোগ হয় তার। এবার মিয়া খলিফার ক্ষেত্রেও তেমন কিছু হয় কি না, সেটাই দেখার অপেক্ষায় আছে বিশ্ব।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights