আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পাইকগাছায় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বিদ্যালয়ের দোকান ঘর দখলের চেষ্টায় অভিযোগ ।

পাইকগাছায় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বিদ্যালয়ের দোকান ঘর দখলের চেষ্টায় অভিযোগ ।

।।পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বিদ্যালয়ের দোকান ঘর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী জনৈক রব গাজীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে আজ দুপুর ১২:৩০ টায়।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার গড়ইখালীর বগুলারচকে ১৯৬৫ সালে বগুলারচক একেপিকেএমএম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এলাকার জমির উদ্দীন গাজীর ছেলে সুরমান গাজী ১৭/১০/১৯৬৭ সালে ৫২২৯ নং রেজিঃ কোবলা দলিল মুলে নালিশী সম্পত্তি স্কুলের নামে রেজিস্ট্রি করে দেয়। সেই থেকে নালিশী সম্পত্তি বিদ্যালয় শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে।

এখান থেকে ২০বছর আগে ১৭টি পাকা ও টিন সেডের দোকান ঘর স্কুল থেকে বিভিন্ন লোকের মাঝে পজিশন দেওয়া হয়। যেখান থেকে স্কুল কর্তৃপক্ষ মাসিক ভাড়া নিয়ে থাকে। বর্তমানে স্কুলে কোন নির্বাচিত কমিটি নাই। এই সুযোগে আমিরপুর গ্রামের আব্দুর রব গাজী নামে জনৈক ব্যক্তি নালিশী সম্পত্তির উপর স্কুলের তত্বাবধায়নে থাকা দোকান ঘর দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আমিরপুর, বগুলারচক, কানাখালী, পাতড়াবুনিয়া ও খড়িয়া এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে ইউপি সদস্য গাউছুল করিম সরদার, আক্তার হোসেন গাইন ও অচিন্ত্য সরদার অনেকেই সুপারিশ করেছে।

এ ব্যাপারে রব গাজীর সঙ্গে মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শন করেছেন ।

জরা/কেএইচ/তারিখ:০৫০৬২৩/১৯:৩৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights