আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনা হবেঃ অর্থমন্ত্রী

  • In ব্যবসা বাণিজ্য
  • পোস্ট টাইমঃ ১৭ মে ২০২৩ @ ০৩:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ মে ২০২৩@০৬:৩০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনা হবেঃ অর্থমন্ত্রী

বিডিহেডলাইন্স ডেস্ক :

বুধবার ১৭মে সরকারি ক্রয় কমিটির সভায় চিনি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। এতে যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছ থেকে ১২হাজার ৫০০মেট্রিক টন চিনি কিনতে যাচ্ছে সরকার।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, টিসিবির জন্য ৬৬কোটি ২৭লাখ ৩১হাজার ২৫০টাকায় ১২হাজার ৫০০মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২টাকা ৮৫পয়সা। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন (যুক্তরাষ্ট্রের কোম্পানি) থেকে স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেডের মাধ্যমে এ চিনি কেনা হবে।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৩মে রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন- এখন আবার ওই স্যাংশন (নিষেধাজ্ঞা) দেওয়ার একটা প্রবণতা, যাদের দিয়ে সন্ত্রাস দমন করি, তাদের ওপর স্যাংশন। আমি বলে দিয়েছি, যে দেশ স্যাংশন দেবে, তাদের কাছ থেকে আমি কিচ্ছু কিনব না।’

আজ সাংবাদিকরা মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের কাছে জানতে চাওয়া হয়, মার্কিন কোম্পানির কাছ থেকে চিনি কেনার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনার লঙ্ঘন কি না? জবাবে তিনি বলেন, এটা তো আমি মন্তব্য করার এখতিয়ার রাখি না। কী পাস হলো, আমি শুধু সেটা জানালাম।

সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে সভায় আলোচনা হয়েছে কি’না জানতে চাইলে সাঈদ মাহবুব খান বলেন, ‘না, এ বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি।’

এর আগে গত ৯মে সিঙ্গাপুর থেকেও ১২হাজার ৫০০মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নেয় ক্রয় কমিটি। প্রতি কেজি চিনির দাম ধরা হয় ৮২টাকা ৯৪পয়সা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights