।।বিশেষ প্রতিনিধি।।
দেশে ২০২১সালের তুলনায় ২০২২সালে তালাকের হার বেড়েছে। শহরের তুলনায় গ্রাম এলাকায় এই তালাকের হার বেড়েছে। দেশে বর্তমানে তালাকের হার বেড়ে দাঁড়িয়েছে ১.৪ শতাংশ, যা ২০২১সালে ছিল ০.৭শতাংশ।
মঙ্গলবার পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২এর ফলাফলে থেকে এ তথ্য উঠে এসেছে। অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শামসুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক (রু.দা) পরিমল চন্দ্র বসু।
প্রকল্প পরিচালক আলমগীর হোসেন বলেন, ২০২১সালের তুলনায় ২০২২সালে তালাকের হার বেড়েছে। শহরের তুলনায় গ্রাম এলাকায় এই স্থূল তালাকের হার বেড়েছে। দেশে বর্তমানে তালাকের হার ১.৪শতাংশ। যা ২০২১সালে ছিল ০.৭শতাংশ। এই তালাকের হার পল্লী এলাকায় ০.৮শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৪শতাংশ এবং শহর এলাকায় ০.৫শতাংশ থেকে বেড়ে তালাকের হার দাঁড়িয়েছে ১শতাংশ।