আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঈদের ছুটি শেষে আজ খুললো অফিস-আদালত

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২ জুলাই ২০২৩ @ ১১:২৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ জুলাই ২০২৩@১১:২৭ পূর্বাহ্ণ
ঈদের ছুটি শেষে আজ খুললো অফিস-আদালত
ছবি- ফাইল ছবি

।।নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ (২জুলাই) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত। একটানা ৫দিন ঈদের ছুটি কাটিয়ে আজ অফিসে যোগ দেবেন কর্মজীবী মানুষেরা।

গত বৃহস্পতিবার (২৯জুন) সারাদেশে পবিত্র ঈদুল আজহা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে পালিত হয়। ঈদ উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ২৭জুনকে ছুটি ঘোষণা করে ছুটি একদিন বাড়ানো হয়। এর ফলে ঈদুল আজহায় টানা পাঁচদিনের ছুটি পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ও বিভিন্ন সংস্থার কর্মজীবীরা। কিন্তু আজ ছুটি শেষ হওয়ায় সকল কর্মজীবিরা ফিরতে শুরু করেছেন অফিস আদালতে।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে ২৮-৩০জুন পর্যন্ত পূর্ব নির্ধারিত ছুটি ছিল। এর সঙ্গে ১জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি যোগ হয়। হলে মোট ছুটি হয় পাঁচদিনের।

এদিকে এখনো পুরনো রূপে ফেরেনি রাজধানী ঢাকা। যারা ঢাকার বাইরে ঈদ উদযাপন করতে গেছেন, তাদের অনেকেই সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও কয়েকদিন লাগবে। এখন শুধুমাত্র অফিস শুরু। তবে খুব স্বল্প সময়ের মধ্যে পুরোদমে অফিসে ব্যস্ততা শুরু হবে বলে জানা যায়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights