আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইউক্রেনের মধ্যাঞ্চলে রুশ হামলা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৪ জুন ২০২৩ @ ১১:০৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুন ২০২৩@১১:০৭ পূর্বাহ্ণ
ইউক্রেনের মধ্যাঞ্চলে রুশ হামলা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ডিসিপ্রোতে রাশিয়া হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে অন্তত ২০ জন আহত এবং আরও অনেকে আটকা পড়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, দুই তলা ভবনটিতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এছাড়া ধ্বংসস্তুপ থেকে এক পুরুষকে বের করা হয়েছে। রাজধানী কিয়েভে আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরও রাতভর শোনা গেছে বিস্ফোরণের শব্দ। পুরো ইউক্রেনে বিমান হামলার সতর্ক সংকেত চালু করা হয়েছে। সবশেষ ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।

ডিনিপ্রোর ওই বিস্ফোরণকে রাশিয়ার ইচ্ছাকৃত হামলা বলে চিহ্নিত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ইউক্রেনে বেসামরিকদের ওপর হামলার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।

আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, শহরের উত্তরাঞ্চলে ওই হামলার পর সেখানে আগুন ধরে যায়। সেরহাই লাইসার জানান আহত পাঁচ শিশুর মধ্যে তিন জেনের অবস্থা গুরুতর। হামলায় আহত ২০ জনের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউক্রেনের অন্যান্য অংশেও বেশ কিছু বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইডে/এসআর/তারিখ:০৪০৬২৩/১১:০৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights