মোঃ বাইজিদ
স্টাফ রিপোর্টার:
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে আছেন তালুকদার আব্দুল খালেক বলে মন্তব্য করেন পূজা উদযাপন কমিটি। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রচার প্রচারণায় দিনরাত শহর থেকে অলিগলি পর্যন্ত জনসংযোগ চালাচ্ছেন সাবেক এই মেয়র। তিনি আধুনিক খুলনা উপহার দিতে চান সিটি করপোরেশনের সাধারণ মানুষকে। এই অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছেন বলে জানালেন তালুকদার আব্দুল খালেক।
স্মার্ট ও আধুনিক খুলনা উপহার দিতে তিনি তার বক্তব্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য স্মার্ট ও আধুনিক খুলনা উপহার দিতে চাই। তিনি খুলনাবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান। তিনি প্রচারনার অংশ হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
খুলনা সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে পুনরায় নৌকা প্রতীকে বিজয় দেখতে চান খুলনা পূজা উদযাপন পরিষদ। আজ শনিবার বিকাল ৩:০০ টায় খুলনা জেলার ৯ টি উপজেলার সভাপতি ও সম্পাদকসহ খুলনা জেলার পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সাবেক মাননীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল (খুলনা- ১), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নিমাই রয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু কৃষ্ণ পদো দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অসিত বরণ বিশ্বাস ও আরো অনেক নেতাকর্মী।
এমকে/তারিখ:০৩০৬২৩/২০:৪৬