আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ডুমুরিয়ায় স্কুলে হিটস্ট্রোকে মেধাবী ছাত্রের মৃত্যু

  • In শিক্ষা, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৩ জুন ২০২৩ @ ০৪:৪৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ জুন ২০২৩@০৪:৪৯ অপরাহ্ণ
ডুমুরিয়ায় স্কুলে হিটস্ট্রোকে মেধাবী ছাত্রের মৃত্যু

।।ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ১২ নং রংপুর ইউনিয়নের একটি বিদ্যালয়ে সুরজিত নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

উপজেলার রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সুরজিত বসাক(১৪), পিতার নাম অনপতি বসাক। সে উক্ত বিদ্যালয়ের ৭ম শ্রেণীর একজন মেধাবী ও নিয়মিত ছাত্র। সকাল ১০টায় পরীক্ষার জন্য বিদ্যালয়ে উপস্থিত হয় এবং সকল শিক্ষার্থীদের সাথে প্রাতঃ সমাবেশে যোগদান করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ বল বিডি হেডলাইন্সকে জানান- প্রাতঃ সমাবেশের সময় সে মাথা ঘুরে পড়ে যায়। আমি তৎক্ষণাৎ তার অভিবাবককে বিদ্যালয়ে জরুরী তলব করি। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অতি দ্রুত তাকে পার্শবর্তী কালীবাটী বটতলা বাজারের মেডিকেল হলে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সুরজিত স্ট্রোক করেছে বলে নিশ্চিত করেন।

অতি দ্রুত অবস্থার উন্নতির জন্য তার অভিবাবক তাকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। সাথে স্কুলের ছাত্র ও শিক্ষকমন্ডলীরাও ছিলেন। হাসপাতালের কর্মরত ডাঃ মোঃ তানভীর সুরজিতকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও বলেন ‘প্রচন্ড গরমের কারণে সুরজিত হিটস্ট্রোক করেছে।

প্রধান শিক্ষক বিডি হেডলাইন্সকে বলেন, এমনিতে প্রচন্ড তাপ। তারপর বৈদ্যুতিক সমস্যা। এতে করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস করতে ভীষন কষ্ট হয়। তার দাবি সরকার সব কিছু বিবেচনা করে এই দাবদাহে অন্তত কিছুদিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করুক। নইলে সুরজিত এর মতো আরও অনেক মেধাবী ছাত্র আমাদের হারাতে হতে পারে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights