।।নিজস্ব প্রতিবেদক।।
নিবন্ধন না দেওয়ায় নির্বাচন কমিশন ঘেরাওয়ে নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের মিছিল রাজধানীর বাংলা মোটরে আটকে দেয় পুলিশ। পরে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি পৌঁছে দেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পল্টনের প্রীতম-জামান টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। গুলিস্তান জিরো পয়েন্ট -কদমফোয়ারা-মৎস্য ভবন ও শাহবাগ হয়ে মিছিলটি পৌনে ২টায় বাংলামোটরে পৌঁছার পর পুলিশের বাধায় পড়ে। পুলিশের বাধার মুখে সড়কে বসে পড়েন মিছিলকারীরা। তারা সরকারবিরোধী নানা স্লোগান তোলেন।
এদিকে মিছিলের পিছু পিছু আসা যানবাহনগুলো সড়কে আটকে যাওয়ায় শাহবাগ পর্যন্ত দেখা দেয় যানজট। পরে বাংলামোটরে সংক্ষিপ্ত সমাবেশ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিজেদের দাবি জানাতে ইসিতে যান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, নুরে এরশাদ সিদ্দিকী ও শহিদুল ইসলাম ফাহিম।
গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেওয়ার দাবি সম্বলিত আবেদনটি ইসির জনসংযোগ পরিচালকের কাছে দেওয়া হয় বলে জানান রাশেদ। তিনি বলেন, সাত দিনের মধ্যে আমাদের দাবি না মানলে এবার আর দলীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করব না। সরাসরি ইসিতে এসে ঘেরাও করব। আমরা পুনঃবিবেচনার জন্য ইসিকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছি। যেন আমাদেরসহ যৌক্তিকভাবে অন্যান্যদের নিবন্ধন দেয়।
মিছিল শুরুর আগে সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, নিবন্ধন না পাওয়া নিয়ে আন্দোলন চালালেও আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন যাবে না তার দল।
সরকার পতনে একদফা আন্দোলনে থাকা বিএনপির সমাবেশের দিন একই দাবিতে প্রীতম-জামান টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।