আজ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

‘সুড়ঙ্গ’ নিয়েই ব্যস্ত তমা মির্জা

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৮ জুন ২০২৩ @ ০৬:২৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুন ২০২৩@০৬:৩৫ অপরাহ্ণ
‘সুড়ঙ্গ’ নিয়েই ব্যস্ত তমা মির্জা

।। বিনোদন ডেস্ক।।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক রায়হান রাফির সিনেমা ‘সুড়ঙ্গ’। এতে আফরান নিশোর বিপরীতে কাজ করেছেন অভিনেত্রী তমা মির্জা। আপাতত সিনেমাটির প্রচার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এমনকি আগামী মাস দুয়েক এই সিনেমা নিয়েই ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন তিনি। এই সময়ে নতুন কাজ হাতে নেয়ার কথাও একদমই ভাবছেন না তমা।

এ বিষয়ে সংবাদ মাধ্যমকে তমা মির্জা বলেন, আপাতত সুড়ঙ্গের প্রমোশন নিয়েই ব্যস্ত আছি। সুড়ঙ্গ মুক্তির এক-দুই মাস পরে নতুন কাজ শুরু করব, তার আগে নয়। সুড়ঙ্গকে প্রপার টাইম দিতে চাই। সিনেমা মুক্তির পরে প্রমোশন করতে চাই। শুধু মুক্তির আগেই নয়, দর্শকদের কাছে সিনেমা পৌঁছে দেয়ার জন্যে মুক্তির পরেও প্রচারণা চালাতে হয় বলেই মনে করে এই চিত্রনায়িকা।

তিনি বলেন, আমরা অনেকেই মনে করি সিনেমা রিলিজের আগে প্রমোশন করলেই সেটা শেষ। কিন্তু আমার মনে হয় ছবি রিলিজের আগে যেমন অ্যাকটিভ থাকা উচিত। রিলিজের পরেও বেশ কিছুদিন অ্যাকটিভ থাকা প্রয়োজন, যতদিন পর্যন্ত না প্রতিটি দর্শকের কাছে সিনেমাটির খবর পৌঁছে যায়।

সিনেমা মুক্তির পরের পরিকল্পনা নিয়ে তমা বলেন, সুড়ঙ্গ রিলিজের পর আমরা হল ভিজিট করতে চাই। তবে প্রতিদিন তো আর হল ভিজিট করা সম্ভব নয়। সপ্তাহে আমরা যদি একটি-দুটি করেও হল ভিজিট করতে যাই, সেটাও বিশাল সময়ের ব্যাপার হয়ে দাড়ায়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights