আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গজারিয়ায় উপজেলা জাতীয় পার্টির দ্বীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • In রাজনীতি, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ জুন ২০২৩ @ ১০:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ জুন ২০২৩@১০:০১ অপরাহ্ণ
গজারিয়ায় উপজেলা জাতীয় পার্টির দ্বীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা জাতীয় পার্টির দ্বীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তৃণমুল নেতা-কর্মীদের উপস্থিতিতে জাতীয় পার্টির দ্বী বার্ষিক সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। গজারিয়া উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় চেয়ারম্যান এর উপদেষ্টা শেখ সিরাজুল ইসলাম। সম্মেলনেকে ঘিরে উপজলায় সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় উপজেলার রাস্তা ও সম্মেলন স্থল। দুপর থেকে প্রার্থীদের পক্ষে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে উপস্থিত হতে দেখা যায়।

আহবায়ক মোঃ সফিকুল ইসলাম (সফিক)এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ সানাউল্লাহ সানুর সঞ্চালনা সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। এসময় গজারিয়ায় উপজেলার জাতীয় পার্টির সভাপতি পদে মোঃ হান্নান খান ও মোঃ সফিকুল ইসলাম (সফিক) এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শামীম ফরাজি ও মোঃ সানাউল্লাহ সানু নিজেদের প্রার্থী হন।

এসময় বিশেষ অতিথি ছিলেন মোঃ জামাল হোসেন, সাবেক এমপি কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি সদস্য মোঃ গোলাম কাদের, মুন্সীগঞ্জ জেলা জাতীয়পার্টি সদস্য সচিব মোঃ জানে আলম হাওলাদার, জাতীয়পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোঃ রাজু ও
মোঃ নোমান মিয়া।
সম্মানিত অতিথি মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ সাইদুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন। প্রধান বক্তা মুন্সীগঞ্জ জেলা জাতীয়পার্টি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জয়নাল আবেদীন, বিশেষ বক্তাঃ আলহাজ্ব মোঃ রফিকউল্লাহ সেলিম, সদস্য জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি, জাতীয়পার্টি
আরও উপস্থিত ছিলেন মোঃ ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক, মুন্সীগঞ্জ পৌরসভা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মুন্সিগঞ্জ জেলা ও কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি মোঃ হান্নান খানকে সভাপতি, মোঃ সানাউল্লাহ সানুকে সাধারণ সম্পাদক এ মোঃ শামীম ফরাজিকে সিনিয়র সহ সভাপতি ঘোষণা করে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সমাপ্ত হয়।

তবে সম্মেলন শেষে নেতা কর্মীদের মাঝে আনন্দ উল্লাস করলেও উপজেলা কিছুসংখ্যক নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ লক্ষ্য করা যায়। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা কর্মী জানান- এক ইউনিয়নে সাভাপতি ও সাধারণ সম্পাদক কিভাবে দেয় হলো। এটা আমাদের বোধগম্য নয়।

এমকে/তারিখ:০৩০৬২৩/২২:০১

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights