আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শেরপুরে জেলা পুলিশ আয়োজিত ‘জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’ ফাইনাল অনুষ্ঠিত

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ০৬:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@০৬:২০ অপরাহ্ণ
শেরপুরে জেলা পুলিশ আয়োজিত ‘জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’ ফাইনাল অনুষ্ঠিত

।।নিজস্ব প্রতিবেদক।।

শনিবার (২২ জুলাই) সকাল ১০ ঘটিকায় জেলা পুলিশ শেরপুর কর্তৃক আয়োজিত “জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩” এর শেরপুর সদর উপজেলা একাদশ বনাম ঝিনাইগাতী উপজেলা একাদশ” এর মধ্যকার বহুল প্রত্যাশিত ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম’র সভাপতিত্বে উক্ত ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।

ফাইনাল খেলায় শেরপুর সদর উপজেলা একাদশ কে ২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ঝিনাইগাতী উপজেলা একাদশ। পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ১,৫০,০০০/- টাকা ও রানার্স আপ দলের হাতে রানার্স আপ ট্রফি ও নগদ ১,০০,০০০/- টাকা অর্থ পুরুষ্কার হিসেবে তুলে দেন যৌথভাবে প্রধান অতিথি ও সভাপতি। এসময়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়ে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

পুলিশ সুপারের উদোগ্যে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় যুব সমাজকে খারাপ পথ থেকে দূরে রাখতে, মাদক থেকে দুরে রাখতে গত মার্চ মাসে শুরু হওয়া “জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩’’ এর আয়োজন করা হয়েছিলো। উল্লেখ্য জেলা পুলিশ শেরপুরের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ক্রিকেট টুর্ণামেন্টে মোট ৮ দল অংশগ্রহণ করছিলেন। শেরপুর জেলা পুলিশ একাদশ, শেরপুর পৌরসভা একাদশ, শেরপুর সদর উপজেলা একাদশ, নকলা উপজেলা একাদশ, নালিতাবাড়ী পৌরসভা একাদশ, নালিতাবাড়ী উপজেলা একাদশ, শ্রীবরদী উপজেলা একাদশ, ঝিনাইগাতী উপজেলা একাদশ।

নির্ধারিত নকআউট পর্ব শেষে “শেরপুর সদর উপজেলা একাদশ বনাম ঝিনাইগাতী উপজেলা একাদশ” নকআউট পর্বে বিজয়ী হয়ে ফাইনালে অংশ গ্রহণ করেন। আজ ২২ জুলাই ফাইনা খেলা ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে “জয় বাংলা টি-২০” ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হলো।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights