আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঋণখেলাপি হওয়ার ঝুঁকি এড়াল যুক্তরাষ্ট্র

ঋণখেলাপি হওয়ার ঝুঁকি এড়াল যুক্তরাষ্ট্র

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

অবশেষে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা তুলে নেওয়ার বিল পাস করেছে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এর মধ্য দিয়ে ঋণখেলাপি হয়ে পড়ার ঝুঁকি এড়াল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ-সংক্রান্ত বিলের ওপর ডেমেক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেটে ভোটাভুটি হয়। ১০০ আসনের সিনেটে বিলটি পাস হতে ৬০ ভোটের দরকার ছিল। দ্বিদলীয় প্রস্তাবটির পক্ষে সিনেটে ৬৩ ভোট পড়ে। আর বিপক্ষে পড়ে ৩৬ ভোট। খবর সিএনএন ও ডয়চে ভেলের

আগের দিন বুধবার এ-সংক্রান্ত বিলের ওপর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়। রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি ৩১৪-১১৭ ভোটে পাস হয়।

কংগ্রেসের উভয় কক্ষের সম্মতির পর বিলটি এখন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হবে। বাইডেন বলেছেন, যত দ্রুত সম্ভব, বিলটিকে আইনে পরিণত করতে তিনি তাতে স্বাক্ষর করবেন।

বিল পাসের ক্ষেত্রে কংগ্রেসের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এই দ্বিদলীয় সমঝোতা আমাদের অর্থনীতি ও আমেরিকান জনগণের জন্য একটি বড় বিজয়’।

এমকে/তারিখ:০২০৬২৩/২১:৪৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights