আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

“স্মার্ট কর্মকর্তা স্মার্ট বাংলাদেশ” শীর্ষক মতবিনিময়

“স্মার্ট কর্মকর্তা স্মার্ট বাংলাদেশ” শীর্ষক মতবিনিময়
ছবি- বিডিহেডলাইন্স

।।কাহালু (বগুড়া) প্রতিনিধি।।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার কথা বলেছেন। কাহালু উপজেলা সরকারি কর্মকর্তা স্মার্ট কর্মকর্তা শিরোনামে সরকারি সকল ধরনের সেবা জনগণের কাছে দ্রুত প্রদানের মাধ্যমে স্মার্ট কর্মকর্তা হিসেবে তারা নিজেদেরকে গড়ে তুলবেন ।

গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, সরকারি কমকর্তা, কার্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সাথে মতবিনিময় সভা উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আল হাবিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা সহকারী ভূমি অফিসার মোঃ আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলান উদ্দিন কবিরাজ, কাহালু পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ লালু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নুর নবী, থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজিবুর রহমান, কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ পিএম, বেলাল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউনুস আলী টনি, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কাহালু সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহির উদ্দিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইফতেখার রাসুল সিদ্দিক।

উল্লেখ্য যে, এ ছাড়াও প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, সেলাই মেশিন, কৃষি প্রণোদনা ধানের বীজ বিতরণ ও উপজেলা পরিষদের রাস্তা উদ্বোধন করেন। উক্ত মতবিনিময় সভায় সরকারি কমর্কর্তা, জনপ্রতিনিধি, মুক্তি যোদ্ধা, শিক্ষা প্রতিষ্টানের প্রধানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights