স্টাফ রিপোর্টারঃ
খুলনা সিটি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীবৃন্দ। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক শনিবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ার সত্বেও সকাল ১১টায় জমজমাট প্রচারণা নিয়ে মাঠে নেমেছে খুলনা দৌলতপুরসহ বিভিন্ন এলাকায়!
আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নানা রকম প্রতিশ্রুতি দেন! তিনি বলেন- সম্মানিত ভোটারদের কাছে আমার দাবি আমাদের উপরে আস্থা রেখে আবার নৌকায় ভোট দিন। আমি আপনাকে এই অঙ্গীকার করতেছি যে, আমার বাকি যে কাজ আছে সেগুলো সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। এদিকে নগরীর সাত রাস্তা মোড়ে থেকে প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু অভিযোগ করেন নির্বাচনে কালো টাকা ছড়িয়ে দিচ্ছে। তিনি আরো বলেন ১৫বছর তাদের দল ক্ষমতায় ছিল কিন্তু বিশেষ কোন উন্নয়ন চোখে পড়েনা। সবাই এখন অভাবে দিন কাটাচ্ছে।
এমকে/তারিখ:০২০৬২৩/১৮:৪৭