আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একজন শ্রেষ্ঠ মানবিক গুন সম্পন্ন মানুষ এইচ এম শিহাব উদ্দিন ওমর

  • In শিক্ষা, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ জুন ২০২৩ @ ০২:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ জুন ২০২৩@০২:৪৩ অপরাহ্ণ
একজন শ্রেষ্ঠ মানবিক গুন সম্পন্ন মানুষ এইচ এম শিহাব উদ্দিন ওমর

নির্ঝর রায়
।।ফুলতলা প্রতিনিধি।।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি – ফুলতলা উপজেলা কমিটির সভাপতি পদে উত্তরডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত),এইচ এম শিহাব উদ্দিন ওমর।

যিনি একাধিক বার শ্রেষ্ঠ শিক্ষকের পদ অলংকৃত করার পাশাপাশি একাধারে একজন শ্রেষ্ঠ মানবিক গুন সম্পন্ন মানুষ, গুণিউপস্থাপক,প্রশিক্ষক, কাউন্সিলর,ব্লাড ডোনার, ভ্রাতৃত্বসুলভ ,বন্ধু বাৎসল, শিক্ষার্থী বান্ধব শিক্ষক।তার ভিতর নেতৃত্ব দানের এক অপরিসীম গুনাবলী বিদ্যমান রয়েছে। বহুমুখী প্রতিভার অধিকারী এ মানুষটি সদাহাস্যোজ্জ্বল, মিষ্টভাষী ও পরোপোকারী।

ছবি- বিডিহেডলাইন্স

কমিটির সদস্যদের নিকট হতে জানা যায় কোভিড-১৯ মহামারী সংকট কালে “বেজেরডাঙ্গা ব্লাড ও অক্সিজেন ব্যাংক ” প্রতিষ্ঠা করেন এবং নিজেই পরিচালনা করেন। কোভিড-১৯ মহামারি সংকট কালে এই দাতব্য সংস্থার মাধ্যমে অসংখ্য মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে অক্সিজেন সরবরাহ এবং ঔষধপত্র ক্রয়ের জন্য আর্থিক সহায়তা করে মহৎ ও মানবিকতার অন্যতম নিদর্শন সৃষ্টি করেন এবং এখন ও কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

এছাড়াও সকল প্রকার সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত পাশাপাশি নেতৃত্ব দিয়ে চলেছেন।সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: মাছুদ রানার থেকে জানা যায় তিনি শিক্ষক মহলের নয়নের মনি,সকলের প্রিয়মুখ,সৎ ,নিষ্ঠাবান,যোগ্যতা সম্পন্ন আদর্শ একজন মানুষ। উপজেলা শিক্ষা অফিস সহ সর্ব স্তরের জনগন এইচ এম শিহাব উদ্দিন ওমর কে সভাপতি পদে মনোনীত চায়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights