আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভালেন্সিয়ার কাছে পরাজয় রিয়াল মাদ্রিদের

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২২ মে ২০২৩ @ ০৬:০২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ মে ২০২৩@০৬:০২ পূর্বাহ্ণ
ভালেন্সিয়ার কাছে পরাজয় রিয়াল মাদ্রিদের

লালিগার শিরোপা খোয়ানোর পর আরও একটা অঘটনের শিকার হল মাদ্রিদ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ভালেন্সিয়ার বিপক্ষে হেরে বসেছে তারা। পুরো ম্যাচে জুড়েই নিজেদের ছায়ায় আটকে থাকলেন করিম বেনজেমা, ভিনিসুয়াস জুনিয়র।

সাথে যোগ করা সময়ে মেজাজ হারানোর খেসারত দিতে হয়েছে ভিনিকে। পেয়েছেন লাল কার্ড। বিপরীতে দারুণ ফুটবল খেলে তিন পয়েন্ট নিজেদের করে নিয়েছে অবনমনের শঙ্কায় থাকা ভালেন্সিয়া।

ভালেন্সিয়ার মাঠে ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচে কয়েকবার দুই দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলা বন্ধও থাকে কিছুটা সময়। ম্যাচটির স্থায়িত্ব ছিল ১০৭মিনিট। লীগে এই নিয়ে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ হেরেছে রিয়াল। এবারের হারে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ফেরার সুযোগও হারাল তারা।

৩৫ম্যাচে ২২জয়, ৫ড্র ও ৮হারে ৭১পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ। দিনের প্রথম ম্যাচে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে ৭২পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওঠে আতলেতিকো মাদ্রিদ। আগেই শিরোপা জেতা বার্সেলোনার ৩৫ম্যাচে ৮৫পয়েন্ট। সব মিলে জমজমাট খেলার আসর উপভোগ করলো দর্শক।।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights