আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চিলাহাটি হাসপাতালে চিকিৎসা সেবা চালুর দাবীতে মানববন্ধন

চিলাহাটি হাসপাতালে চিকিৎসা সেবা চালুর দাবীতে মানববন্ধন
ছবি- বিডিহেডলাইন্স

মোসাদ্দেকুর রহমান সাজু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারীর ডোমার উপজেলার ০১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্রে চিকিৎসা সেবা চালুর দাবীতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৪ জুন দুপুরে চিলাহাটি বাজারের প্রধান সড়কে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় তিন শতাধিক মানুষ চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের ব্যানারে স্থানীয় স্বাস্থ্য উপকেন্দ্র ও ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে চিকিৎসা সেবা চালুর দাবীতে এই মানববন্ধন করেন এলাকাবাসী। তারা জানায় তিন বছর আগে ডোমার উপজেলার চারটি ইউনিয়নের মানুষের একমাত্র অবলম্বন ছিল ওই হাসপাতালটি।

মানববন্ধনে বক্তারা বলেন, চিলাহাটি স্বাস্থ্য উপকেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র স্থাপন করা হয়। আধুনিক চিকিৎসার নানা উপকরন সহ চিকিৎসা সেবা প্রদান কেন্দ্রটির নির্মান শেষ হয় দুই বছর আগে। কিন্তু এরপর ডাক্তার, টেকনোলজিষ্ট বা ঔষধ সরবরাহ না করে এই উপকেন্দ্রটি কর্তৃপক্ষ ফেলে রাখে।

এদিকে পুরোনো উপ-স্বাস্থ্য কেন্দ্রটির কার্যক্রম বন্ধ থাকায় এই অঞ্চলের লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। এলাকাবাসী বলছে উচ্চ পর্যায়ে বারংবার যোগাযোগ করার পরেও স্বাস্থ্য কল্যান কেন্দ্র বা উপ-স্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসা সেবা চালু করা সম্ভব হয়নি। পরিশেষে ১০ শয্যা বিশিষ্ট উপকেন্দ্রটি অচিরেই চালু করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights