আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পাইকগাছায় এসিল্যান্ড হিসেবে আফরোজ শাহীন খসরুর যোগদান

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ জুন ২০২৩ @ ০৯:০৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ জুন ২০২৩@০৯:০৫ অপরাহ্ণ
পাইকগাছায় এসিল্যান্ড হিসেবে আফরোজ শাহীন খসরুর যোগদান

পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আফরোজ শাহীন খসরু। তিনি মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, নবাগত এসিল্যান্ড আফরোজ শাহীন খসরু ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সন্তান ও স্থায়ী বাসিন্দা। পিতা শেখ আজিজুর রহমান ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। মা নার্গিস শাহীন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিসিএস ৩৬ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন। এরপর পর্যায়ক্রমে তিনি নড়াইল ডিসি অফিস, কুষ্টিয়া জেলার দৌলতপুর এবং ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। গত ৩০ মে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসাবে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করেন।

যোগদান করেই নবাগত এসিল্যান্ড আফরোজ শাহীন খসরু এ প্রতিনিধির সাথে আলাপচারিতায় সেবার মানসিকতা নিয়ে পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights