আজ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহী চীন

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৪ জুন ২০২৩ @ ০৮:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুন ২০২৩@০৯:২৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহী চীন

।।ইন্টারন্যাশনাল ডেক্স।।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনও ধরনের সংঘাত ‘অসহনীয় বিপর্যয়’র কারণ হবে; বলছে বেইজিং। সংঘাতে জড়ানোর চেয়ে চীন সংলাপের পক্ষপাতী বলেও জানানো হয়েছে। চীনের প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে রোববার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে ‘অসহনীয় বিপর্যয়’ হবে এবং তার দেশ সংঘাতের বিষয়ে সংলাপ চায় বলে রোববার জানিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।

রয়টার্স বলছে, এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগ-এ পিপলস লিবারেশন আর্মির জেনারেলের ইউনিফর্ম পরে যোগ দেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। সেখানে বক্তৃতা দেওয়ার সময় লি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের আলাদা ব্যবস্থা রয়েছে এবং অন্য অনেক দিক থেকেও এই দু’টি দেশ ভিন্ন। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে ও সহযোগিতা গভীর করার জন্য উভয় পক্ষকে অভিন্ন ভিত্তি এবং অভিন্ন স্বার্থ খোঁজা থেকে বিরত রাখা উচিত নয়। এটি অনস্বীকার্য, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুতর সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় সৃষ্টি করবে।

ইডে/এসআর/তারিখ:০৪০৬২৩/২০:২৪

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights