।।নিজস্ব প্রতিবেদক।।
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৭ জন। এরমধ্যে ঢাকা সিটির ১০৮ জন এবং ঢাকা সিটির বাইরে ৪২৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ১৬০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১১ হাজার ৯৪৬ জন। মারা গেছেন ১ হাজার ৬৪৩ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৯৪ জন।