আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রংপুরে টিকাদান কর্মসূচি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ ডিসেম্বর ২০২৩ @ ০৬:০২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ ডিসেম্বর ২০২৩@০৬:০৭ অপরাহ্ণ
রংপুরে টিকাদান কর্মসূচি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

।।রংপুর ব্যুরো।।

রংপুরে ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফ এর যৌথ উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, খতিব ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকগনের অংশগ্রহণে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারকরণের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ ও পরিকল্পনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে  উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: কামরুজ্জামান ইবনে তাজ, রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডা: মো: রুহুল আমিন এবং রংপুর কেরামতিয়া মসজিদের খতিব হাফেজ মাওলানা বায়েজীদ হোসাইন।

অবহিতকরণ ও পরিকল্পনা সভায় রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদের খতিব, ইমাম, মাদরাসা শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও শিক্ষিকা প্রমুখ।

উক্ত সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উপকারিতা ও তাৎপর্যসহ বিভিন্ন দিক নিয়ে রিসোর্স পারসনসহ অন্যান্য অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বক্তব্য প্রদান করেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights