আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শ্রীপুরে জমি দখল ও জীবননাশের হুমকি, থানায় জিডি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ ডিসেম্বর ২০২৩ @ ০৮:৩৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ ডিসেম্বর ২০২৩@০৮:৩৭ অপরাহ্ণ
শ্রীপুরে জমি দখল ও জীবননাশের হুমকি, থানায় জিডি

তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার চরশ্রীপুর গ্রামে ইন্দ্রজিৎ বিশ্বাসের বিরুদ্ধে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রতিবেশী নিশিকান্ত মন্ডল।

শুক্রবার (১ ডিসেম্বর) নিশিকান্ত মন্ডলের জমি দখল ও তিনি ও তার পরিবারের সদস্যদের প্রাণের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৩১) করেছেন।

সাধারণ ডায়েরি থেকে জানা যায়, শ্রীপুর সদর ইউনিয়নের চরশ্রীপুর গ্রামের বাসিন্দা সুকুমার বিশ্বাসের ছেলে ইন্দ্রজিৎ বিশ্বাসের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশি নিশিকান্ত মন্ডলের। গত মঙ্গলবার (২৮ নভেম্বর) আনুমানিক সকাল ১০ টার দিকে চরশ্রীপুর গ্রামে নিশিকান্ত মন্ডলের বাড়ির পূর্ব পাশে পুকুরের ধারে ইন্দ্রজিৎ বিশ্বাসের সাথে কথা কাটাকাটি হয় নিশিকান্ত মন্ডলের।

একপর্যায়ে ইন্দ্রজিৎ নিশিকান্ত মন্ডলসহ তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

নিশিকান্ত মন্ডল আইনগত সহযোগিতা পাওয়ার জন্য ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য শুক্রবার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

এবিষয়ে ইন্দ্রজিৎ বিশ্বাস জানান, আমার বিরুদ্ধে নিশিকান্ত মন্ডল থানায় মিথ্যা অভিযোগ দিয়ে সাধারণ ডায়েরি করেছেন।

এবিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত)গৌতম কুমার ঠাকুর এঘটনার বিষয়ে কোন মন্তব্য করেন নি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights