সুদীপ্ত মিস্ত্রী
পাইকগাছা প্রতিনিধি।।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামে ১৬জুন রোজ শুক্রবার গ্রামবাসীর আয়োজনে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব মমতাজ বেগম ও কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান কাওছার আলী জোয়াদ্দার। উক্ত ঘোড় দৌঁড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে কাজিমুছার ঘোড়া ও ২য় স্থান অধিকার করে কপিলমুনির ঘোড়া।

ছবি- বিডিহেডলাইন্স
হাজার হাজার নারী পুরুষ এ ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতা উপভোগ করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছয়টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রধান অতিথী দৌঁড় প্রতিযোগিতা শেষে বিজয়ীকে পুরষ্কার তুলে দেন।
উল্লেখ্য যে এই ঘোড় দৌঁড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ঘোড়াই ছিল দেখার মত সুন্দর ও শক্তিশালী। এই শক্তিশালী ঘোড়াগুলোই মানুষের মন জয় করে বিনোদন দেয় এলাকাবাসীকে।