গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন – গৃহহীন-পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সারাদেশে ৭ টি জেলা, ১৫৯টি উপজেলা ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা ও ৩৯ হাজার ৩৬৫টি ভূমিহীন পরিবারকে ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ” ক” তফসিলভুক্ত ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় মুন্সীগঞ্জ জেলার মোট ২টি সহ গজারিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন এবং বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, তিনি বাংলার মানুষকে মুক্ত করেছিলেন দুঃখ দুর্দশা বঞ্চনা ও পরাধীনতার শিকল থেকে এখন আমার স্বপ্ন হল এই দেশের মানুষ যেন না খেয়ে থাকে ও একটি পরিবারও যেন বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ায় আমাদের চ্যালেঞ্জ ।গৃহ প্রদান অনুষ্ঠানে গজারিয়া উপজেলায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কসজী নাহিদ রসূল, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন ( বি পি এম, পি পি এম ), মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ আব্দুল কাদির মিয়া, মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) স্নেহাশীষ দাস, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার ( ভূমি ) জি এম রাশেদুল ইসলাম, গজারিয়া উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান নেকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুনসুর আহম্মেদ খান জিন্নাহ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গণ, উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ সাধারণ জনগন। অনুষ্ঠানে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় ১৭ টি পরিবারকে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়।